"/> Corona Covid 19 Archives - SK Domain Host
19 May 2020

গোদাগাড়ীর বাজার আবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ

আব্দুল খালেক :
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সকল বাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে মসজিদের মাইক থেকে দোকানপাট বন্ধের নির্দেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরে সকাল ৯টার পর নিয়মিত দোকান খোলার অংশ হিসেবে ব্যবসায়ী ও ক্রেতারা আসলে আবারও মাইকিং করে তাদের দোকান খুলতে বারণ করা হয়। শুধু মাত্র ফার্মেসী, কাঁচা বাজার ও মুদিখানার দোকান খোলা থাকবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল প্রকার দোকান বন্ধ থাকবে বলে মাইকিং করে জানিয়ে দেয়া হয়।

এব্যাপারে গোদাগাড়ী ডাইংপাড়া ব্যবসায়ী বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বলেন, প্রশাসন ব্যবসায়ীদের কিছু শর্ত দিয়ে দোকান পাট খোলার অনুমতি দিয়েছিল কিন্তু ব্যবসায়ীরা তা যথাযথভাবে পালন করতে না পারায় পুন:রায় দোকানপাট বন্ধ করে দিয়েছে।

ক্রেতা ও বিক্রেতাদের সার্বিক নিয়ম মেনে ক্রয়-বিক্রয় করার জন্য বণিক সমিতির পক্ষ থেকে আনসার নিযুক্ত করা হয়েছিল। তার পরেও ব্যবসায়ীরা নিয়ম মা মেনে নির্বিঘ্নে গা ঘেঁষা ঘেঁষি করে ও কোন প্রকার হ্যান্ডসেনিটাইজেশন এর ব্যবহার না করে ক্রয়-বিক্রয় করে যাচ্ছিল।

টিএন্ডটি ফ্যাশন বিগ বাজার এন্ড টেইলারিং সার্ভিসেস এর পরিচালক মামুনার রশিদ বলেন প্রশাসন যদি লকডাউনে দোকান পাট বন্ধ করে দেয় তাহলে দোকান ঘরের ভাড়া মওকুফের ব্যবস্থা করাসহ শ্রমিকদের প্রণোদনার ব্যবস্থা করতে হবে। তা না হলে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ভাড়া চালানো ও শ্রমিকদের বেতন ভাতা দেয়া আমাদের পক্ষে কষ্টকর হয়ে যাবে।

এসব কারণেই বাজার বন্ধের ঘোষণা দেয় প্রশাসন। পবিত্র ঈদুল ফিতরের এ আগের কয়েকটি দিন ব্যবসা করতে না পেরে ব্যবসায়ীরা আর্থিক চরম অনিশ্চয়তার মধ্যে পড়েগেল বলে মনে করেন ব্যবসায়ীরা। তবে ঈদের আগের আর কয়েকটি দিন ব্যবসা করার অনুমতি প্রদানের জন্য প্রশাসনের প্রতি আবারো অনুরোধ জানিয়েছেন দোকান মালিকগণ।

Share this

© 2021 SK Domain Host. All rights reserved.

Click Me