"/> About us Archives - SK Domain Host
14 Mar 2023

July-December-Result_2022- BTEB

জুলাই-ডিসেম্বর ২০২২ সেশনের কম্পিউটার পরীক্ষার ফলাফল বের হয়েছে। তোমরা যারা কৃতকার্য হয়েছো তোমাদের সকলকে জানাই

অভিনন্দন

। তোমাদের উজ্জল ভবিষ্যত কামনা করছি। আল্লাহ তোমাদের বেকারত্বের অভিশাপ থেকে রক্ষা করুন।

এই ফলাফল ও সনদপত্রের মাধ্যমে তোমার চাকুরী ত্বারান্বিত হোক এটিই কামনা করছি।
আব্দুল খালেক
পরিচালক
এস.কে কম্পিউটার ট্রেনিং সেন্টার-২৩৩৮৭
উপজেলা ১নং গেটের সম্মুখে,
জালাল মার্কেট, ডাইংপাড়া, গোদাগাড়ী, রাজশাহী।
Share this
01 Jul 2022

জুলাই- ডিসেম্বর ২০২২ সেশনে ৬মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণে ভর্তি চলছে

জুলাই- ডিসেম্বর ২০২২ সেশনে ৬মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণে ভর্তি চলছে।
# যারা ভর্তি হতে ইচ্ছুক তারা এস.এস.সি পরীক্ষার সনদপত্র/ মার্কসীট এবং ১ কপি ছবি সঙ্গে নিয়ে আসবেন।
#গোদাগাড়ী পৌরসভায় একমাত্র বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র।
৬মাস মেয়াদী ও ১ বছর মেয়াদী যে কোন কোর্স করুন এস.কে কম্পিউটারে।
২০০৫ সাল থেকে গোদাগাড়ী পৌরসভায় সফলতার সহিত প্রশিক্ষণ দিয়ে আসছি।
আমাদের বৈশিষ্ট্য:
> জনপ্রতি ১টি করে কম্পিউটার।
> অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পাঠদান।
> ফ্রি-ওয়াইফাই জোন।
> প্রশিক্ষণ শেষে বোর্ড কর্তৃক সনদপত্রের ব্যবস্থা।
> সর্বোচ্চ ভালো শিখার নিশ্চয়তা প্রদান।
> ব্যবহারিকের জন্য নিজস্ব অফসেট মেশিনে ছাপানো ঝক ঝকে বই সরবরাহ।
> ত্বাত্তিক পরীক্ষার জন্য নিজস্ব তৈরিকৃত বই সরবরাহ।
> সারা বছর পর্যাপ্ত প্র্যাকটিসের সুবিধা।
৬ মাস মেয়াদী কোর্স:
> অফিস এ্যাপলিকেশন
> ডাটাবেজ প্রোগ্রামিং
> গ্রাফিক্স ডিজাইন
> ওয়েবসাইট ডিজাইন
> অনলাইন আউট সোর্সিং
এক বছর মেয়াদী কোর্স:
> চারু ও কারুকলা
>তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT)
**********************
পরিচালক আব্দুল খালেক
এস.কে কম্পিউটার ট্রেনিং সেন্টার এন্ড আইটি-২৩৩৮৭
উপজেলা ১নং গেটের বিপরীতে
জালাল- আফজাল মার্কেট, গোদাগাড়ী, রাজশাহী।
মোবা: 01721031894
Share this
02 Nov 2021

ওয়েবসাইট, ই-কমার্স সাইট তৈরি করুন.

ওয়েবসাইট ডিজাইন করুন অত্যন্ত কম খরচে।
আপনার স্কুল, কলেজ ও মাদরাসার জন্য একটি সাইট প্রয়োজন?
আপনার ব্যবসার প্রচার ও প্রসারের নিমিত্বে ওয়েবসাইট করুন।
যারা ই-কমার্স ব্যবসা করার কথা ভাবছেন, তারা ফেসবুকে না করে সরাসরি একটি ই-কমার্স সাইট তৈরি করে আপনার ব্যবসা শুরু করুন।
যে কোন সাইট তৈরির জন্য আমরা রয়েছি আপনার সাথে সব সময়।

ওয়েবসাইট করার জন্য আমাদের রয়েছে নিজস্ব ডোমেইন/ হোস্টিং সার্ভার।

পরিচালক
আব্দুল খালেক
এস.কে কম্পিউটার
ডাইংপাড়া, থানা রোড, গোদাগাড়ী, রাজশাহী।
01721-031894
www.skdomainhost.com

Share this
14 May 2020

আব্দুল খালেক ও কম্পিউটার

আব্দুল খালেক ও কম্পিউটার…
আব্দুল খালেক ১৯৯০ সালে নলত্রী মাদরাসায় ১ বছর মক্তবে পড়াশুনার পর ১৯৯১ সালে নাচোল আল জামিয়াতুল মারকাজিয়া দারুল উলুম আল ইসলামিয়া মাদরাসায় ৪ বছর লেখাপড়ার পর ১৯৯৫ সালে চট্টগ্রামের আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় ভর্তি হন। তার পর জিরি ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে ১৯৯৯-২০০০ সাল দাওরায়ে হাদীস/ মাস্টার্স পর্যন্ত সেখানে লেখা পড়া করেন। ২০০১ সালে চট্টগ্রামের ১নং মিরসরাই থানার অন্তর্গত নয়দুয়ারিয়া মাদরাসায় ১ বছর চাকুরীর করেন। ২০০২ সাল থেকে ২০০৪ পর্যন্ত বগুড়ার মাঝিড়া থানায় হেমায়েতুল মিল্লাত একাডেমীতে শিক্ষকতা করেন। সেখানে শিক্ষকতার পাশাপাশি তিনি কম্পিউটার বিষয়ে ট্রেনিং গ্রহণ করেন। তার পরে চলে যান বগুড়ার শেরপুর থানায় সেখানে একটি প্রতিষ্ঠানে শিক্ষকতার পাশা পাশি ধুনট রোডে অবস্থিত আননাদওয়া কম্পিউটারের সকল আসবাবপত্র ৪০ হাজার টাকায় ক্রয় করে নেন। সেখানে তিনি ২০০৫ সাল এক বছর শিক্ষকতার পাশাপাশি ব্যবসা করেন। ২০০৫ সালের শেষের দিকে তিনি গোদাগাড়ীতে চলে আসেন। এখানে এসে তিনি থানা রোডে এস.কে কম্পিউটার নামক প্রতিষ্ঠান গড়ে তুলেন। এছাড়াও তিনি নূরানী কিন্ডারগার্টেন নামক শিশুদের একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
কম্পিউটারে প্রথমে ৫ মিনিটে রঙ্গিন ছবি তোলা, কম্পিউটার কম্পোজ, আরবী কম্পোজ ইত্যাদি শুরু করেন। ২০১৬ সালে গোদাগাড়ীতে জিখবর নামক অনলাইন পত্রিকা চালুন করেন। সেই সাথে এলাকার ছাত্র/ছাত্রীদের কম্পিউটার ট্রেনিং দেয়া শুরু করেন। ২০১৭ সালের ১৩ ডিসেম্বর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এস.কে কম্পিউটার ট্রেনিং সেন্টার অনুমোদন হয়। অনুমোদন কোড নং ২৩৩৮৭। জানুয়ারি-জুন এবং জুলাই- ডিসেম্বর ছয় মাস পর পর সেশান শুরু ও শেষ হয়। প্রত্যেক সেশানে ৬০-১০০ জন করে ছাত্র/ছাত্রী কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করে এখানে থেকে বিদায় নিয়ে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে কাজ করে যাচ্ছে। এ প্রতিষ্ঠানটির ভূমিকা অপরিসীম। এখানে মাইক্রোসফট অফিস, ডাটাবেজ, গ্রাফিক্স, ওয়েবসাইট ডিজাইন, এ্যাপস, বিভিন্ন সফটওয়্যার শিক্ষা দেয়া হয়।
এছাড়াও তিনি একজন ক্যালিগ্রাফার। আরবী, উর্দু, ফার্সি বাংলাসহ যে কোন ভাষা অত্যন্ত সুন্দর করে ক্যালিগ্রাফি করতে পারেন। তিনি লেখা পড়ার পাশা পাশি চট্টগ্রামে ক্যালিগ্রাফি শিক্ষা গ্রহণ করেছেন। তিনি শুদ্ধ উচ্চারণে কুরআন তেলাওয়াত করতে সক্ষম। তিনি একজন ক্বারিও। তিনি সর্বদা মানুষকে কিভাবে কুরআন শিক্ষা দেয়া যায় এ চিন্তায় ব্যস্ত থাকেন।

এস.কে কম্পিউটারের কার্যাবলী :
* গ্রাফিক্স ডিজাইন
*লোগো ডিজাইন
* ব্যানার ডিজাইন
* ওয়েসাইট ডিজাইন
* ডোমেন
* হোস্টিং
* মোবাইল এ্যাপ
* যে কোন সফটওয়্যার।

বর্তমানে আব্দুল খালেকের অন্যান্য কাজ
অধ্যাক্ষ- নূরানী কিন্ডারগার্টেন
স্বত্তাধিকারি- এস.কে কম্পিউটার ও এস.কে কম্পিউটার ট্রেনিং সেন্টার
সম্পাদক- জিখবর অনলাইন পত্রিকা
কোষাধ্যক্ষ- গোদাগাড়ী রিপোর্টার্স ইউনিটি
সদস্য- গোদাগাড়ী কিন্ডারগার্টেন এসোসিয়েশন

Share this
14 May 2020

এস.কে কম্পিউটারের সংকারি অনুমোদন ১৩-১২-২০১৭ সালে

২০১৭ সালে সরকারিভাবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত হয় এস.কে কম্পিউটার ট্রেনিং সেন্টার। অনুমোদিত হওয়ার পর থেকে দিন দিন ছাত্র/ছাত্রী সংখ্যা বাড়তে থাকে। ভবিষ্যতে এ প্রতিষ্ঠানটিকে একটি কারিগরি কলেজে রূপান্তরিত করার চিন্তাভাবনা রয়েছে আমাদের।

পরিচালক
আব্দুল খালেক
এস.কে কম্পিউটার ট্রেনিং সেন্টার এন্ড আইটি ২৩৩৮৭
থানা রোড, গোদাগাড়ী, রাজশাহী।
01721031894

Home V1

Share this
01 May 2016

About SK Computer

SK Computer and Training Center established in 2005 people with highly reputation reflects the desire . When Godagari, just 5 minutes Chapai Nawabgonj was almost impossible to get a picture of the color. Digital methods that can be brought into Godagari “SK Computer”. Pictures of thousands of problems were resolved.
♦ Urgent Color Picture ♦ Arabic, English, Bangla, Urdu with us any Composed
♦ Graphics Design ♦ Banner, Logo, Visiting cord, calendar, Cash Memo, Pad, Poster, Hand bill and etc Design
♦ Web site design
♦ Blog Create.
♦ 6 Month Office Application and Database Computer training with certificate of Technical Education board. So far, hundreds of Students learned the job from the Computer.
♦ My future is expected to- The younger generation in Modern education in the era of globalization. Computer to computer literacy students in about 15/20 per Session. We are always ready to give all kinds of computer services . Thank you.

Share this

© 2021 SK Domain Host. All rights reserved.

Click Me