12 Jan

জানুয়ারি-জুন ২০২২ সেশনে কম্পিউটার প্রশিক্ষণে ভর্তি চলছে

জানুয়ারি-জুন ২০২২ সেশনে কম্পিউটার প্রশিক্ষণে ভর্তি চলছে।
[কম্পিউটার শিখুন, ডিজিটাল বাংলাদেশ গড়ুন। ]
 
[কারিগরি শিক্ষা গ্রহণ করবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো।]
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত
এস.কে কম্পিউটার ট্রেনিং সেন্টার,
আপনিও যদি চান যে আপনার জীবনের ক্যারিয়্যার হিসেব কম্পিউটারকে বেছে নিতে তাহলে আমাদের কম্পিউটার সেন্টারে আপনাকে স্বাগতম!
গোদাগাড়ী পৌরসভায় একমাত্র আমাদেরই কারিগরি বোর্ডের অনুমোদন আছে।
সরকার অনুমোদিত আমাদের কোর্স সমূহ-
১। অফিস এ্যাপলিকেশন (৬ মাস)
২। ডাটাবেজ প্রোগ্রামিং (৬ মাস)
৩। গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া (৬ মাস)
৪। ওয়েবসাইট ডিজাইন (৬ মাস)
৫। ফ্রিল্যান্সিং
৬। ইলেকট্রিক ও হাউজ ওয়েরিং (৬ মাস)
৭। চারু ও কারুকলা (১ বছর)
৮। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) (১ বছর)
 
** এছাড়াও রয়েছে, যাদের হাতের লেখা অত্যন্ত খারাপ তাদের জন্য বাংলা, ইংরেজি, আরবী ও উর্দু লেখা প্রশিক্ষণ।
** গ্রাফিক্সঃ ক্যালেন্ডার, বুক কাভার, ভিজিটিং কার্ড অর্ডার নেয়া হয়।
** ওয়েবসাইটঃ যে কোন ওয়েবসাইট ডিজাইন করার জন্য অর্ডার নেয়া হয়।
** মোবাইল এ্যাপস, ক্লিনিক, দোকান, স্কুল-কলেজ সফটওয়্যার সেল করা হয়।
** প্রতিষ্ঠানের জন্য এস.এম.এস বিক্রয়ের ব্যবস্থা।
সার্বিক তথ্যের জন্য যোগাযোগ করুন।
 
পরিচালক
আব্দুল খালেক
এস.কে কম্পিউটার ট্রেনিং সেন্টার-২৩৩৮৭
আফজাল মার্কেট, উপজেলা ১নং গেটের সম্মুখে, (১ম তলা) গোদাগাড়ী, রাজশাহী।
মোবা: 01721031894
www.skdomainhost.com
skcomputerbd@gmail.com
Share this