গোদাগাড়ীর বাজার আবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ
আব্দুল খালেক :
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সকল বাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে মসজিদের মাইক থেকে দোকানপাট বন্ধের নির্দেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরে সকাল ৯টার পর নিয়মিত দোকান খোলার অংশ হিসেবে ব্যবসায়ী ও ক্রেতারা আসলে আবারও মাইকিং করে তাদের দোকান খুলতে বারণ করা হয়। শুধু মাত্র ফার্মেসী, কাঁচা বাজার ও মুদিখানার দোকান খোলা থাকবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল প্রকার দোকান বন্ধ থাকবে বলে মাইকিং করে জানিয়ে দেয়া হয়।
এব্যাপারে গোদাগাড়ী ডাইংপাড়া ব্যবসায়ী বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বলেন, প্রশাসন ব্যবসায়ীদের কিছু শর্ত দিয়ে দোকান পাট খোলার অনুমতি দিয়েছিল কিন্তু ব্যবসায়ীরা তা যথাযথভাবে পালন করতে না পারায় পুন:রায় দোকানপাট বন্ধ করে দিয়েছে।
ক্রেতা ও বিক্রেতাদের সার্বিক নিয়ম মেনে ক্রয়-বিক্রয় করার জন্য বণিক সমিতির পক্ষ থেকে আনসার নিযুক্ত করা হয়েছিল। তার পরেও ব্যবসায়ীরা নিয়ম মা মেনে নির্বিঘ্নে গা ঘেঁষা ঘেঁষি করে ও কোন প্রকার হ্যান্ডসেনিটাইজেশন এর ব্যবহার না করে ক্রয়-বিক্রয় করে যাচ্ছিল।
টিএন্ডটি ফ্যাশন বিগ বাজার এন্ড টেইলারিং সার্ভিসেস এর পরিচালক মামুনার রশিদ বলেন প্রশাসন যদি লকডাউনে দোকান পাট বন্ধ করে দেয় তাহলে দোকান ঘরের ভাড়া মওকুফের ব্যবস্থা করাসহ শ্রমিকদের প্রণোদনার ব্যবস্থা করতে হবে। তা না হলে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ভাড়া চালানো ও শ্রমিকদের বেতন ভাতা দেয়া আমাদের পক্ষে কষ্টকর হয়ে যাবে।
এসব কারণেই বাজার বন্ধের ঘোষণা দেয় প্রশাসন। পবিত্র ঈদুল ফিতরের এ আগের কয়েকটি দিন ব্যবসা করতে না পেরে ব্যবসায়ীরা আর্থিক চরম অনিশ্চয়তার মধ্যে পড়েগেল বলে মনে করেন ব্যবসায়ীরা। তবে ঈদের আগের আর কয়েকটি দিন ব্যবসা করার অনুমতি প্রদানের জন্য প্রশাসনের প্রতি আবারো অনুরোধ জানিয়েছেন দোকান মালিকগণ।
আব্দুল খালেক ও কম্পিউটার
আব্দুল খালেক ও কম্পিউটার…
আব্দুল খালেক ১৯৯০ সালে নলত্রী মাদরাসায় ১ বছর মক্তবে পড়াশুনার পর ১৯৯১ সালে নাচোল আল জামিয়াতুল মারকাজিয়া দারুল উলুম আল ইসলামিয়া মাদরাসায় ৪ বছর লেখাপড়ার পর ১৯৯৫ সালে চট্টগ্রামের আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় ভর্তি হন। তার পর জিরি ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে ১৯৯৯-২০০০ সাল দাওরায়ে হাদীস/ মাস্টার্স পর্যন্ত সেখানে লেখা পড়া করেন। ২০০১ সালে চট্টগ্রামের ১নং মিরসরাই থানার অন্তর্গত নয়দুয়ারিয়া মাদরাসায় ১ বছর চাকুরীর করেন। ২০০২ সাল থেকে ২০০৪ পর্যন্ত বগুড়ার মাঝিড়া থানায় হেমায়েতুল মিল্লাত একাডেমীতে শিক্ষকতা করেন। সেখানে শিক্ষকতার পাশাপাশি তিনি কম্পিউটার বিষয়ে ট্রেনিং গ্রহণ করেন। তার পরে চলে যান বগুড়ার শেরপুর থানায় সেখানে একটি প্রতিষ্ঠানে শিক্ষকতার পাশা পাশি ধুনট রোডে অবস্থিত আননাদওয়া কম্পিউটারের সকল আসবাবপত্র ৪০ হাজার টাকায় ক্রয় করে নেন। সেখানে তিনি ২০০৫ সাল এক বছর শিক্ষকতার পাশাপাশি ব্যবসা করেন। ২০০৫ সালের শেষের দিকে তিনি গোদাগাড়ীতে চলে আসেন। এখানে এসে তিনি থানা রোডে এস.কে কম্পিউটার নামক প্রতিষ্ঠান গড়ে তুলেন। এছাড়াও তিনি নূরানী কিন্ডারগার্টেন নামক শিশুদের একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
কম্পিউটারে প্রথমে ৫ মিনিটে রঙ্গিন ছবি তোলা, কম্পিউটার কম্পোজ, আরবী কম্পোজ ইত্যাদি শুরু করেন। ২০১৬ সালে গোদাগাড়ীতে জিখবর নামক অনলাইন পত্রিকা চালুন করেন। সেই সাথে এলাকার ছাত্র/ছাত্রীদের কম্পিউটার ট্রেনিং দেয়া শুরু করেন। ২০১৭ সালের ১৩ ডিসেম্বর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এস.কে কম্পিউটার ট্রেনিং সেন্টার অনুমোদন হয়। অনুমোদন কোড নং ২৩৩৮৭। জানুয়ারি-জুন এবং জুলাই- ডিসেম্বর ছয় মাস পর পর সেশান শুরু ও শেষ হয়। প্রত্যেক সেশানে ৬০-১০০ জন করে ছাত্র/ছাত্রী কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করে এখানে থেকে বিদায় নিয়ে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে কাজ করে যাচ্ছে। এ প্রতিষ্ঠানটির ভূমিকা অপরিসীম। এখানে মাইক্রোসফট অফিস, ডাটাবেজ, গ্রাফিক্স, ওয়েবসাইট ডিজাইন, এ্যাপস, বিভিন্ন সফটওয়্যার শিক্ষা দেয়া হয়।
এছাড়াও তিনি একজন ক্যালিগ্রাফার। আরবী, উর্দু, ফার্সি বাংলাসহ যে কোন ভাষা অত্যন্ত সুন্দর করে ক্যালিগ্রাফি করতে পারেন। তিনি লেখা পড়ার পাশা পাশি চট্টগ্রামে ক্যালিগ্রাফি শিক্ষা গ্রহণ করেছেন। তিনি শুদ্ধ উচ্চারণে কুরআন তেলাওয়াত করতে সক্ষম। তিনি একজন ক্বারিও। তিনি সর্বদা মানুষকে কিভাবে কুরআন শিক্ষা দেয়া যায় এ চিন্তায় ব্যস্ত থাকেন।
এস.কে কম্পিউটারের কার্যাবলী :
* গ্রাফিক্স ডিজাইন
*লোগো ডিজাইন
* ব্যানার ডিজাইন
* ওয়েসাইট ডিজাইন
* ডোমেন
* হোস্টিং
* মোবাইল এ্যাপ
* যে কোন সফটওয়্যার।
বর্তমানে আব্দুল খালেকের অন্যান্য কাজ
অধ্যাক্ষ- নূরানী কিন্ডারগার্টেন
স্বত্তাধিকারি- এস.কে কম্পিউটার ও এস.কে কম্পিউটার ট্রেনিং সেন্টার
সম্পাদক- জিখবর অনলাইন পত্রিকা
কোষাধ্যক্ষ- গোদাগাড়ী রিপোর্টার্স ইউনিটি
সদস্য- গোদাগাড়ী কিন্ডারগার্টেন এসোসিয়েশন
এস.কে কম্পিউটারের সংকারি অনুমোদন ১৩-১২-২০১৭ সালে
২০১৭ সালে সরকারিভাবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত হয় এস.কে কম্পিউটার ট্রেনিং সেন্টার। অনুমোদিত হওয়ার পর থেকে দিন দিন ছাত্র/ছাত্রী সংখ্যা বাড়তে থাকে। ভবিষ্যতে এ প্রতিষ্ঠানটিকে একটি কারিগরি কলেজে রূপান্তরিত করার চিন্তাভাবনা রয়েছে আমাদের।
পরিচালক
আব্দুল খালেক
এস.কে কম্পিউটার ট্রেনিং সেন্টার এন্ড আইটি ২৩৩৮৭
থানা রোড, গোদাগাড়ী, রাজশাহী।
01721031894
রমযানে বিশেষ অফার !
যে কোন ওয়েবসাইট বানাতে এক্ষুনি যোগাযোগ করুন। অফারটি চলবে ৩০ রমযান পর্যন্ত।
অন্যান্য সার্ভিস সমূহ :
* যে কোন ধরনের সফটওয়্যার
* এ্যাপ
* যে কোন ধরনের গ্রাফিক্স ডিজাইন
* আরবী ক্যালিগ্রাফি
সরকার অনুমোদিত আমাদের প্রশিক্ষণ সমূহ:
* অফিস এ্যাপলিকেশন
* ডাটাবেজ প্রোগ্রামিং
* গ্রাফিক্স ডিজাইন
* ওয়েবসাইট ডিজাইন
* ফ্রিল্যান্সিং
* হার্ডওয়্যার
* ইত্যাদি।
সকল প্রকার যোগাযোগ:
আব্দুল খালেক
এস.কে কম্পিউটার-২৩৩৮৭
থানা রোড, গোদাগাড়ী, রাজশাহী।
01721031894
www.skdomainhost.com
Email: [email protected]
পুরো এপ্রিল মাস জুড়ে এস.কে ডোমেইন হোস্টিং এ বিশাল অফার
পুরো এপ্রিল মাস জুড়ে
এস.কে ডোমেইন হোস্টিং এ বিশাল অফার।
নিউজ পোর্টাল, ডোকান, অফিস, ইসলামিক সহ ব্যক্তিগত যে কোন ওয়েবসাইটে এস.কে ডোমেইন হোস্টিং
কোম্পানীর পক্ষ থেকে বিশাল অফার ছাড়া হয়েছে।
ওয়েবসাইট ডিজাইন মাত্র ৮০০০/-
সেই সাথে Domain এবং 4 GB হোস্টিং এক বছরের জন্য সম্পূর্ণ ফ্রি.
এ অফার চলবে পুরো এপ্রিল মাস জুড়ে।
করোনা ভাইরাসের কারনে ঘরে বসে এ অফার পেতে কল অথবা ই-মেইল করুন।
কাজের শুরুতেই ৪০০০+ কাজ বুঝিয়ে পাওয়ার পর ৪০০০/- মোট ৮০০০/-
> আপনার প্রয়োজনে এক্ষুনি যোগাযোগ করুন।
পরিচালক
আব্দুল খালেক
এস.কে কম্পিউটার
থানা রোড, গোদাগাড়ী, রাজশাহী।
বিকাশ ও কথা বলার জন্য-
01721031894
[email protected]
[email protected]
www.skdomainhost.com
www.gkhobor.com
করোনা ভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বন্ধ থাকবে
করোনা ভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বন্ধ থাকবে।
> অফিস এ্যাপলিকেশন
> ডাটাবেজ ইন প্রোগ্রামিং
> গ্রাফিক্স ডিজাইন
> ওয়েবসাইট ডিজাইন
> ও অন্যান্য প্রশিক্ষণের ক্লাস বন্ধ থাকবে।
সরকারী বিধি মোতাবেক সকল শিক্ষা প্রতিষ্ঠানের ন্যয় এস.কে কম্পিউটার ট্রেনিং সেন্টার ও এর সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো।
তবে আমাদের ওযেবসাইটের সকল সার্ভিস সমূহ ২৪ ঘন্টা চালু থাকবে।
July to December 2019 admission going on.
January-June session Computer examination completed Alhamdulillah.
July to December 2019 admission going on.
To be admitted JSC / SSC certificate / Mark sheet, 2 copies of Photos need.
Please contact those who wish to be admitted.
Director
Abdul Khaleq
SK Computer Training Center
Thana Road, Godagari, Rajshahi.
01721031894
www.skdomainhost.com
January to June 2019 Student List
January to June 2019
S.N | Reg. No. | Student Name |
01 | 3000313388 | MD. ALIBUR HOSEN |
02 | 3000313389 | MD. SOHEL RANA |
03 | 3000313390 | MD. NAIMUR RAHMAN NAEEM |
04 | 3000313391 | MD. AHASAN HABIB |
05 | 3000313392 | MOST. AYESA KHATUN |
06 | 3000313393 | MD.DULAL HOSAIN |
07 | 3000313394 | ABDUR RAB |
08 | 3000313395 | MD. AL AMIN |
09 | 3000313396 | MD. ISRAIL HOSSAIN |
10 | 3000313397 | MOST. FARHANA KHATUN |
11 | 3000313398 | MST. SABRIN AKTAR |
12 | 3000313399 | MD. KAMRUZZAMAN |
13 | 3000313400 | MD. TOFAZZOL HOSSIN |
14 | 3000313401 | MD. MAHBUB ALOM |
15 | 3000313402 | MST. SHAHNAJ SHARMIN AKHTAR |
16 | 3000313403 | UNUS ALI |
17 | 3000313404 | MST. RABINA KHATUN |
18 | 3000313405 | NARGIS |
19 | 3000313406 | MD. SAKIL ISLAM |
20 | 3000313407 | MD.TARIF HOSSEN |
21 | 3000313408 | MD. HAMID RANA |
22 | 3000313409 | MD. SOLEMAN ALI |
23 | 3000313410 | MST. MORIUM KHATUN |
24 | 3000313411 | MD. IBRAHIM ALI |
25 | 3000313412 | MOST. MOMOTAJ MOHAL |
26 | 3000313413 | MST. SUMAIYA AKTER |
27 | 3000313414 | MD. AMANULLAH |
28 | 3000313415 | MD. SHARWAR SHAHID |
29 | 3000313416 | MST. ISRAT JAHAN |
30 | 3000313417 | MD. ABU SHAHED |
31 | 3000313418 | MOST. JULEKHA KHATUN |
32 | 3000313419 | MD. ASADUJJAMAN |
33 | 3000313420 | MD. HASMOT TULLAH |
34 | 3000313421 | MD. YOUSUF ALI |
35 | 3000313422 | AL AMIN |
36 | 3000313423 | AKRAM HOSEN |
37 | 3000313424 | INSAN ALI |
38 | 3000313425 | MOST. SALMA KHATUN |
39 | 3000313426 | AKJIMA KHATUN |
40 | 3000313427 | MD. MEHEDI HASAN ANNY |
Database in Programming
Al Noman Computer Training Center
S.N | Roll | Name |
41 | 3000309431 | MD. ABDUR RAHMAN WAHED |
42 | 3000309432 | MD. RUBEL |
43 | 3000309433 | APURBO KORMOKER |
44 | 3000309434 | JAMILA KHATUN |
45 | 3000309435 | MD. MUSA HARUN SOHEL |
46 | 3000309436 | MD. SANA ULLAH |
47 | 3000309437 | MD. AL MAMUN |
48 | 3000309438 | MD. KOBIR |
49 | 3000309439 | MD. RAYHAN HOSSAIN |
50 | 3000309440 | MD. SARWOR JAHAN |
51 | 3000309441 | MD. RIPON ISLAM |
52 | 3000309442 | MD. RONY |
53 | 3000309443 | MD. SIHAB ALI |
54 | 3000309444 | MD. ABDULLAH |
55 | 3000309445 | MST. RUNA KHATUN |
56 | 3000309446 | MD. RASHIDUL ISLAM |
57 | 3000309449 | FERDUSHI AKTER BEAUTY |
58 | 3000309450 | MD. SHAKLAIN MUSTAK |
59 | 3000309454 | MOST. HAMIDA KHATUN |
60 | 3000309455 | MD. MERAZUL ISLAM |
Graphics Design
Al Noman Computer Training Center
61 | 3000309464 | NICOLASH KISKU |
62 | 3000309461 | Md. Shohel Hydar |
লোক নিয়োগ দেবে এস.কে কম্পিউটার
রাজশাহীর গোদাগাড়ীতে এস.কে কম্পিউটার ২০০৬ সাল থেকে ডিজিটাল দেশ গড়ার প্রত্যয় নিয়ে গোদাগাড়ীসহ পুরো উত্তরাঞ্চলে কম্পিউটার প্রশিক্ষণ, গ্রাফিক্স ডিজাইন, ওয়েবসাইট, ডোমেইন, হোস্টিং, সফটওয়্যার, এ্যাপ ইত্যাদির অত্যন্ত সুনামের সহিত কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় কাজের পরিধি বৃদ্ধি হওয়ায় কিছু সংখ্যক উদ্যোমী ফুলটাই/পার্ট টাইম লোক নিয়োগ দেয়া হবে।
প্রার্থীর যে সব কাজের দক্ষতা থাকতে হবে। HTML, CSS, PHP, LARAVEL, SCRIPT, WORDPRESS, PHOTOSHOP, ILLUSTRATOR ইত্যাদি।
দরখাস্ত ই-মেইলে, পোস্ট অফিসে অথবা স্বশরীরে উপস্থিত হয়ে জমা দেয়া যাবে।
বেতন আলোচনা সাপেক্ষে।
যোগাযোগ:
পরিচালক
আব্দুল খালেক
এস.কে কম্পিউটার
থানা রোড, গোদাগাড়ী, রাজশাহী।
মোবা: 01721-031894
www.skdomainhost.com