"/> Blog - Page 3 of 5 - SK Domain Host
26 Oct 2020

জুলাই-ডিসেম্বর 2020 ভর্তি নোটিশ

জুলাই-ডিসেম্বর 2020 সেশানের ভর্তির সময় সীমা 25 নভেম্বর 2020।
যারা এখনো ভর্তি হওয়ার জন্য ইচ্ছা আছে কিন্তু ভর্তি হননি। তারা এ তারিখের মধ্যে আমাদের অফিসে এসে ভর্তি হতে হবে।

♦ অফিস কোর্স 3000/-
♦ ডাটাবেজ কোর্স 3000/-
♦ গ্রাফিক্স ডিজাইন কোর্স 6000/-
♦ ওয়েবসাইট ডিজাইন কোর্স 16000/-
♦ অনলাইন আউট সোর্সিং কোর্স 5000/-
♦ হার্ডওয়্যার কোর্স 2000/-
সহ বিভিন্ন কোর্সে ভর্তির জন্য যোগাযোগ

পরিচালক
আব্দুল খালেক
এস.কে কম্পিউটার ট্রেনিং সেন্টার এন্ড আইটি 23387
থানা রোড, গোদাগাড়ী, রাজশাহী।
মোবা: 01721031894
[email protected]

 

Share this
17 Aug 2020

এস.কে কম্পিউটারের ছাত্রদের নিকট বই বিতরণ

গোদাগাড়ীর এস.কে কম্পিউটারের জানুয়ারি-জুন-২০২০ সেশানের ছাত্রদের নিকট গ্রামার/ব্যাকরণ বিতরণ করা হয়। ছাত্র/ছাত্রীদেরকে কম্পিউটার প্রশিক্ষণের পাশাপশি গ্রামার/ব্যাকরণ বিষয়ে আরো দক্ষ করার জন্য তাদের নিকট বই বিতরণ করা হলো।
বই বিতরণকালে উপস্থিত ছিলেন এস.কে কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক আব্দুল খালেক।
প্রতিষ্ঠানটি ২০০৫ সাল থেকে গোদাগাড়ীতে কম্পিউটার প্রশিক্ষণ কাজে নিয়োজিত রয়েছে। এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে হাজার হাজার ছাত্র/ছাত্রী দেশের বিভিন্ন অফিসে চাকুরী করে জীবিকা নির্বাহ করছে। ২০০৭ সালে প্রতিষ্ঠানটি কারিগরি বোর্ডের পাঠদান অনুমোদন পায়।

এখন প্রতিষ্ঠানটিতে যে সকল ট্রেড চালু আছে-
♣ অফিস এ্যাপলিকেশন
♣ ডাটাবেজ প্রোগ্রামিং
♣ গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া
♣ ওয়েবসাইট ডিজাইন
♣ অনলাইন আউট সোর্সিং

Share this
28 Jun 2020

জুলাই – ডিসেম্বর সেশানে ভর্তি চলছে

দক্ষ জনশক্তি তৈরি করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই।
আমরা দক্ষ মানব সম্পদ গড়তে সরকারকে সহযোগিতা করছি।

কারিগরি বোর্ড অনুমোদিত…
জুলাই – ডিসেম্বর সেশানে
এস.কে কম্পিউটার ট্রেনিং সেন্টারে
ভর্তি চলছে।
যারা ভর্তি হতে ইচ্ছুক তারা প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 4টার মধ্যে অফিসে যোগাযোগ করুন।

আমাদের কোর্স সমূহ:
⇒ অফিস এ্যাপলিকেশন
⇒ ডাটাবেজ প্রোগ্রামিং
⇒ গ্রাফিক্স ডিজাইন
⇒ ওয়েবসাইট ডিজাইন
⇒ অনলাইন আউট সোর্সিং

প্রশিক্ষণ শেষে পরীক্ষার মাধ্যমে কারিগরি বোর্ড কর্তৃক সনদপত্র প্রদান করা হয়।
ক্লাস: প্রতিদিন যে কোন সময় ১ ঘন্টা করে।
ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা: জে. এস. সি/ এস. এস. সি পাস হতে হবে।

 

Contact us:
Director:
Abdul Khaleque
SK Computer Training Center 23387
Godagari, Rajshahi, Bangladesh.
Cell: 01721031894
www.skdomainhost.com
Email: [email protected]

Share this
19 May 2020

মেঘরাজ বাপ্পার অভিনয়ের উপার্জিত টাকা দিয়ে দুইশত প্যাকেট ইফতার বিতরণ।।

রাজশাহী থেকে হানিফ খন্দকার :
আজ সোমবার সুবার্নলতা সংগীত বিদ্যালয় এর শিশু শিল্পী মেঘরাজ বাপ্পা,গানের পাশাপাশি ভালবাসে অভিনয় করতে,মাত্র ৪বছর বয়সে জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার আয়োজনে মঞ্চনাটকে অভিনয় থেকে তার যাত্রাশুরু।ইতিমধ্যে প্রাই ৭/৮টি ছোট নাটিকায় সে অভিনয় করে,এর মধ্যে  অবসর জীবন, বাবার ভালবাসা, মাস্টার,এক খন্ড যুদ্ধ, কস্টের ফেরিওয়ালা, ইচ্ছা শক্তি নাটক উল্লেখযোগ্য প্রসংশা এবং কিছু অর্থ পায় সে টাকা/অর্থ দিয়ে গরীব ও অসহায়দের জন্য ইফতার এর আয়োজন করে এ ছোট্ট মনি মেঘরাজ বাপ্পা।  করোনা ভাইরাস সংক্রমণের দেশ ও দেশের মানুষ যখন হিমসিম খাচ্ছে,যে যার ক্ষমতা মোতাবেক গরীব অসহায় মানুষের সাহায্য করতে এগিয়ে এসেছে, ঠিক তখনি শিশু অভিনেতা মেঘরাজ বাপ্পা তার অভিনিত নাটকের  উপার্জনের টাকা দিয়ে কিছু করতে চাই, মানুষের পাশে থাককে চাই আর তাই আজ ১৮/৫/২০২০ তারিখ সোমবার বিকাল ৫টায় প্রাই ২০০ জনের ইফতারের আয়োজন করে। তার থেকে ১০০ টি প্যাকেট বিতরণের জন্য জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাতা বই বন্ধু আমিনুল হক রিন্টুর হাতে তুলে দেয় শিশু শিল্পী মেঘরাজ বাপ্পা।তার ছোট্ট কমল হৃদয় ও আজ করোনা ভাইরাস(কোভিড-১৯)আক্রান্ত ও অসহায় মানুষের জন্য কাঁদে। মেঘরাজ বাপ্পা চাই মুক্ত আকাশ ও করোনা ভাইরাস মুক্ত পৃথিবী। এই ১০০ টি ইফতারির প্যাকেট জননী গ্রন্থাগার থেকে পথচারী, অটো রিক্সা ও উল্কা চালক,প্রতিবন্ধীদের হাতে তুলে দেয় বই বন্ধু আমিনুল হক রিন্টু। এ ছাড়াও ইফতারি বিতরণের সময় উপস্থিত ছিলেন জননী গ্রন্থাগার এর সহ-সভাপতি মোসা: রিজিয়া খাতুন, লাইব্রেয়ান মোসা: জান্নাতুল ফেরদৌস সোহানা,সূবর্ণলতা সংগীত বিদ্যালয়ের সভাপতি মো:হানিফ খন্দকার,অংকুর মহিলা সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোসা:তারিনা সুলতানা, প্রচার সম্পাদক ও সংগীত শিল্পী বিথীরাজ ও ছাত্র তাহাসুন তাজ
Share this
19 May 2020

গোদাগাড়ীর বাজার আবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ

আব্দুল খালেক :
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সকল বাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে মসজিদের মাইক থেকে দোকানপাট বন্ধের নির্দেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরে সকাল ৯টার পর নিয়মিত দোকান খোলার অংশ হিসেবে ব্যবসায়ী ও ক্রেতারা আসলে আবারও মাইকিং করে তাদের দোকান খুলতে বারণ করা হয়। শুধু মাত্র ফার্মেসী, কাঁচা বাজার ও মুদিখানার দোকান খোলা থাকবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল প্রকার দোকান বন্ধ থাকবে বলে মাইকিং করে জানিয়ে দেয়া হয়।

এব্যাপারে গোদাগাড়ী ডাইংপাড়া ব্যবসায়ী বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বলেন, প্রশাসন ব্যবসায়ীদের কিছু শর্ত দিয়ে দোকান পাট খোলার অনুমতি দিয়েছিল কিন্তু ব্যবসায়ীরা তা যথাযথভাবে পালন করতে না পারায় পুন:রায় দোকানপাট বন্ধ করে দিয়েছে।

ক্রেতা ও বিক্রেতাদের সার্বিক নিয়ম মেনে ক্রয়-বিক্রয় করার জন্য বণিক সমিতির পক্ষ থেকে আনসার নিযুক্ত করা হয়েছিল। তার পরেও ব্যবসায়ীরা নিয়ম মা মেনে নির্বিঘ্নে গা ঘেঁষা ঘেঁষি করে ও কোন প্রকার হ্যান্ডসেনিটাইজেশন এর ব্যবহার না করে ক্রয়-বিক্রয় করে যাচ্ছিল।

টিএন্ডটি ফ্যাশন বিগ বাজার এন্ড টেইলারিং সার্ভিসেস এর পরিচালক মামুনার রশিদ বলেন প্রশাসন যদি লকডাউনে দোকান পাট বন্ধ করে দেয় তাহলে দোকান ঘরের ভাড়া মওকুফের ব্যবস্থা করাসহ শ্রমিকদের প্রণোদনার ব্যবস্থা করতে হবে। তা না হলে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ভাড়া চালানো ও শ্রমিকদের বেতন ভাতা দেয়া আমাদের পক্ষে কষ্টকর হয়ে যাবে।

এসব কারণেই বাজার বন্ধের ঘোষণা দেয় প্রশাসন। পবিত্র ঈদুল ফিতরের এ আগের কয়েকটি দিন ব্যবসা করতে না পেরে ব্যবসায়ীরা আর্থিক চরম অনিশ্চয়তার মধ্যে পড়েগেল বলে মনে করেন ব্যবসায়ীরা। তবে ঈদের আগের আর কয়েকটি দিন ব্যবসা করার অনুমতি প্রদানের জন্য প্রশাসনের প্রতি আবারো অনুরোধ জানিয়েছেন দোকান মালিকগণ।

Share this
14 May 2020

আব্দুল খালেক ও কম্পিউটার

আব্দুল খালেক ও কম্পিউটার…
আব্দুল খালেক ১৯৯০ সালে নলত্রী মাদরাসায় ১ বছর মক্তবে পড়াশুনার পর ১৯৯১ সালে নাচোল আল জামিয়াতুল মারকাজিয়া দারুল উলুম আল ইসলামিয়া মাদরাসায় ৪ বছর লেখাপড়ার পর ১৯৯৫ সালে চট্টগ্রামের আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় ভর্তি হন। তার পর জিরি ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে ১৯৯৯-২০০০ সাল দাওরায়ে হাদীস/ মাস্টার্স পর্যন্ত সেখানে লেখা পড়া করেন। ২০০১ সালে চট্টগ্রামের ১নং মিরসরাই থানার অন্তর্গত নয়দুয়ারিয়া মাদরাসায় ১ বছর চাকুরীর করেন। ২০০২ সাল থেকে ২০০৪ পর্যন্ত বগুড়ার মাঝিড়া থানায় হেমায়েতুল মিল্লাত একাডেমীতে শিক্ষকতা করেন। সেখানে শিক্ষকতার পাশাপাশি তিনি কম্পিউটার বিষয়ে ট্রেনিং গ্রহণ করেন। তার পরে চলে যান বগুড়ার শেরপুর থানায় সেখানে একটি প্রতিষ্ঠানে শিক্ষকতার পাশা পাশি ধুনট রোডে অবস্থিত আননাদওয়া কম্পিউটারের সকল আসবাবপত্র ৪০ হাজার টাকায় ক্রয় করে নেন। সেখানে তিনি ২০০৫ সাল এক বছর শিক্ষকতার পাশাপাশি ব্যবসা করেন। ২০০৫ সালের শেষের দিকে তিনি গোদাগাড়ীতে চলে আসেন। এখানে এসে তিনি থানা রোডে এস.কে কম্পিউটার নামক প্রতিষ্ঠান গড়ে তুলেন। এছাড়াও তিনি নূরানী কিন্ডারগার্টেন নামক শিশুদের একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
কম্পিউটারে প্রথমে ৫ মিনিটে রঙ্গিন ছবি তোলা, কম্পিউটার কম্পোজ, আরবী কম্পোজ ইত্যাদি শুরু করেন। ২০১৬ সালে গোদাগাড়ীতে জিখবর নামক অনলাইন পত্রিকা চালুন করেন। সেই সাথে এলাকার ছাত্র/ছাত্রীদের কম্পিউটার ট্রেনিং দেয়া শুরু করেন। ২০১৭ সালের ১৩ ডিসেম্বর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এস.কে কম্পিউটার ট্রেনিং সেন্টার অনুমোদন হয়। অনুমোদন কোড নং ২৩৩৮৭। জানুয়ারি-জুন এবং জুলাই- ডিসেম্বর ছয় মাস পর পর সেশান শুরু ও শেষ হয়। প্রত্যেক সেশানে ৬০-১০০ জন করে ছাত্র/ছাত্রী কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করে এখানে থেকে বিদায় নিয়ে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে কাজ করে যাচ্ছে। এ প্রতিষ্ঠানটির ভূমিকা অপরিসীম। এখানে মাইক্রোসফট অফিস, ডাটাবেজ, গ্রাফিক্স, ওয়েবসাইট ডিজাইন, এ্যাপস, বিভিন্ন সফটওয়্যার শিক্ষা দেয়া হয়।
এছাড়াও তিনি একজন ক্যালিগ্রাফার। আরবী, উর্দু, ফার্সি বাংলাসহ যে কোন ভাষা অত্যন্ত সুন্দর করে ক্যালিগ্রাফি করতে পারেন। তিনি লেখা পড়ার পাশা পাশি চট্টগ্রামে ক্যালিগ্রাফি শিক্ষা গ্রহণ করেছেন। তিনি শুদ্ধ উচ্চারণে কুরআন তেলাওয়াত করতে সক্ষম। তিনি একজন ক্বারিও। তিনি সর্বদা মানুষকে কিভাবে কুরআন শিক্ষা দেয়া যায় এ চিন্তায় ব্যস্ত থাকেন।

এস.কে কম্পিউটারের কার্যাবলী :
* গ্রাফিক্স ডিজাইন
*লোগো ডিজাইন
* ব্যানার ডিজাইন
* ওয়েসাইট ডিজাইন
* ডোমেন
* হোস্টিং
* মোবাইল এ্যাপ
* যে কোন সফটওয়্যার।

বর্তমানে আব্দুল খালেকের অন্যান্য কাজ
অধ্যাক্ষ- নূরানী কিন্ডারগার্টেন
স্বত্তাধিকারি- এস.কে কম্পিউটার ও এস.কে কম্পিউটার ট্রেনিং সেন্টার
সম্পাদক- জিখবর অনলাইন পত্রিকা
কোষাধ্যক্ষ- গোদাগাড়ী রিপোর্টার্স ইউনিটি
সদস্য- গোদাগাড়ী কিন্ডারগার্টেন এসোসিয়েশন

Share this
14 May 2020

এস.কে কম্পিউটারের সংকারি অনুমোদন ১৩-১২-২০১৭ সালে

২০১৭ সালে সরকারিভাবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত হয় এস.কে কম্পিউটার ট্রেনিং সেন্টার। অনুমোদিত হওয়ার পর থেকে দিন দিন ছাত্র/ছাত্রী সংখ্যা বাড়তে থাকে। ভবিষ্যতে এ প্রতিষ্ঠানটিকে একটি কারিগরি কলেজে রূপান্তরিত করার চিন্তাভাবনা রয়েছে আমাদের।

পরিচালক
আব্দুল খালেক
এস.কে কম্পিউটার ট্রেনিং সেন্টার এন্ড আইটি ২৩৩৮৭
থানা রোড, গোদাগাড়ী, রাজশাহী।
01721031894

Home V1

Share this
14 May 2020

রমযানে বিশেষ অফার !

যে কোন ওয়েবসাইট বানাতে এক্ষুনি যোগাযোগ করুন। অফারটি চলবে ৩০ রমযান পর্যন্ত।

অন্যান্য সার্ভিস সমূহ :
* যে কোন ধরনের সফটওয়্যার
* এ্যাপ
* যে কোন ধরনের গ্রাফিক্স ডিজাইন
* আরবী ক্যালিগ্রাফি

সরকার অনুমোদিত আমাদের প্রশিক্ষণ সমূহ:
* অফিস এ্যাপলিকেশন
* ডাটাবেজ প্রোগ্রামিং
* গ্রাফিক্স ডিজাইন
* ওয়েবসাইট ডিজাইন
* ফ্রিল্যান্সিং
* হার্ডওয়্যার
* ইত্যাদি।

সকল প্রকার যোগাযোগ:
আব্দুল খালেক
এস.কে কম্পিউটার-২৩৩৮৭
থানা রোড, গোদাগাড়ী, রাজশাহী।
01721031894
www.skdomainhost.com
Email: [email protected]

Share this
11 Apr 2020

পুরো এপ্রিল মাস জুড়ে এস.কে ডোমেইন হোস্টিং এ বিশাল অফার

পুরো এপ্রিল মাস জুড়ে
এস.কে ডোমেইন হোস্টিং এ বিশাল অফার।

নিউজ পোর্টাল, ডোকান, অফিস, ইসলামিক সহ ব্যক্তিগত যে কোন ওয়েবসাইটে এস.কে ডোমেইন হোস্টিং
কোম্পানীর পক্ষ থেকে বিশাল অফার ছাড়া হয়েছে।
ওয়েবসাইট ডিজাইন মাত্র ৮০০০/-
সেই সাথে Domain এবং 4 GB হোস্টিং এক বছরের জন্য সম্পূর্ণ ফ্রি.

এ অফার চলবে পুরো এপ্রিল মাস জুড়ে।

করোনা ভাইরাসের কারনে ঘরে বসে এ অফার পেতে কল অথবা ই-মেইল করুন।

কাজের শুরুতেই ৪০০০+ কাজ বুঝিয়ে পাওয়ার পর ৪০০০/- মোট ৮০০০/-
> আপনার প্রয়োজনে এক্ষুনি যোগাযোগ করুন।

পরিচালক
আব্দুল খালেক
এস.কে কম্পিউটার
থানা রোড, গোদাগাড়ী, রাজশাহী।
বিকাশ ও কথা বলার জন্য-
01721031894
[email protected]
[email protected]
www.skdomainhost.com
www.gkhobor.com

Share this
11 Apr 2020

করোনা ভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বন্ধ থাকবে

করোনা ভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বন্ধ থাকবে।

> অফিস এ্যাপলিকেশন
> ডাটাবেজ ইন প্রোগ্রামিং
> গ্রাফিক্স ডিজাইন
> ওয়েবসাইট ডিজাইন
> ও অন্যান্য প্রশিক্ষণের ক্লাস বন্ধ থাকবে।
সরকারী বিধি মোতাবেক সকল শিক্ষা প্রতিষ্ঠানের ন্যয় এস.কে কম্পিউটার ট্রেনিং সেন্টার ও এর সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো।
তবে আমাদের ওযেবসাইটের সকল সার্ভিস সমূহ ২৪ ঘন্টা চালু থাকবে।

Share this

© 2021 SK Domain Host. All rights reserved.

Click Me