আব্দুল খালেক ও কম্পিউটার
আব্দুল খালেক ও কম্পিউটার…
আব্দুল খালেক ১৯৯০ সালে নলত্রী মাদরাসায় ১ বছর মক্তবে পড়াশুনার পর ১৯৯১ সালে নাচোল আল জামিয়াতুল মারকাজিয়া দারুল উলুম আল ইসলামিয়া মাদরাসায় ৪ বছর লেখাপড়ার পর ১৯৯৫ সালে চট্টগ্রামের আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় ভর্তি হন। তার পর জিরি ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে ১৯৯৯-২০০০ সাল দাওরায়ে হাদীস/ মাস্টার্স পর্যন্ত সেখানে লেখা পড়া করেন। ২০০১ সালে চট্টগ্রামের ১নং মিরসরাই থানার অন্তর্গত নয়দুয়ারিয়া মাদরাসায় ১ বছর চাকুরীর করেন। ২০০২ সাল থেকে ২০০৪ পর্যন্ত বগুড়ার মাঝিড়া থানায় হেমায়েতুল মিল্লাত একাডেমীতে শিক্ষকতা করেন। সেখানে শিক্ষকতার পাশাপাশি তিনি কম্পিউটার বিষয়ে ট্রেনিং গ্রহণ করেন। তার পরে চলে যান বগুড়ার শেরপুর থানায় সেখানে একটি প্রতিষ্ঠানে শিক্ষকতার পাশা পাশি ধুনট রোডে অবস্থিত আননাদওয়া কম্পিউটারের সকল আসবাবপত্র ৪০ হাজার টাকায় ক্রয় করে নেন। সেখানে তিনি ২০০৫ সাল এক বছর শিক্ষকতার পাশাপাশি ব্যবসা করেন। ২০০৫ সালের শেষের দিকে তিনি গোদাগাড়ীতে চলে আসেন। এখানে এসে তিনি থানা রোডে এস.কে কম্পিউটার নামক প্রতিষ্ঠান গড়ে তুলেন। এছাড়াও তিনি নূরানী কিন্ডারগার্টেন নামক শিশুদের একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
কম্পিউটারে প্রথমে ৫ মিনিটে রঙ্গিন ছবি তোলা, কম্পিউটার কম্পোজ, আরবী কম্পোজ ইত্যাদি শুরু করেন। ২০১৬ সালে গোদাগাড়ীতে জিখবর নামক অনলাইন পত্রিকা চালুন করেন। সেই সাথে এলাকার ছাত্র/ছাত্রীদের কম্পিউটার ট্রেনিং দেয়া শুরু করেন। ২০১৭ সালের ১৩ ডিসেম্বর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এস.কে কম্পিউটার ট্রেনিং সেন্টার অনুমোদন হয়। অনুমোদন কোড নং ২৩৩৮৭। জানুয়ারি-জুন এবং জুলাই- ডিসেম্বর ছয় মাস পর পর সেশান শুরু ও শেষ হয়। প্রত্যেক সেশানে ৬০-১০০ জন করে ছাত্র/ছাত্রী কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করে এখানে থেকে বিদায় নিয়ে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে কাজ করে যাচ্ছে। এ প্রতিষ্ঠানটির ভূমিকা অপরিসীম। এখানে মাইক্রোসফট অফিস, ডাটাবেজ, গ্রাফিক্স, ওয়েবসাইট ডিজাইন, এ্যাপস, বিভিন্ন সফটওয়্যার শিক্ষা দেয়া হয়।
এছাড়াও তিনি একজন ক্যালিগ্রাফার। আরবী, উর্দু, ফার্সি বাংলাসহ যে কোন ভাষা অত্যন্ত সুন্দর করে ক্যালিগ্রাফি করতে পারেন। তিনি লেখা পড়ার পাশা পাশি চট্টগ্রামে ক্যালিগ্রাফি শিক্ষা গ্রহণ করেছেন। তিনি শুদ্ধ উচ্চারণে কুরআন তেলাওয়াত করতে সক্ষম। তিনি একজন ক্বারিও। তিনি সর্বদা মানুষকে কিভাবে কুরআন শিক্ষা দেয়া যায় এ চিন্তায় ব্যস্ত থাকেন।
এস.কে কম্পিউটারের কার্যাবলী :
* গ্রাফিক্স ডিজাইন
*লোগো ডিজাইন
* ব্যানার ডিজাইন
* ওয়েসাইট ডিজাইন
* ডোমেন
* হোস্টিং
* মোবাইল এ্যাপ
* যে কোন সফটওয়্যার।
বর্তমানে আব্দুল খালেকের অন্যান্য কাজ
অধ্যাক্ষ- নূরানী কিন্ডারগার্টেন
স্বত্তাধিকারি- এস.কে কম্পিউটার ও এস.কে কম্পিউটার ট্রেনিং সেন্টার
সম্পাদক- জিখবর অনলাইন পত্রিকা
কোষাধ্যক্ষ- গোদাগাড়ী রিপোর্টার্স ইউনিটি
সদস্য- গোদাগাড়ী কিন্ডারগার্টেন এসোসিয়েশন