মেঘরাজ বাপ্পার অভিনয়ের উপার্জিত টাকা দিয়ে দুইশত প্যাকেট ইফতার বিতরণ।।
রাজশাহী থেকে হানিফ খন্দকার :
আজ সোমবার সুবার্নলতা সংগীত বিদ্যালয় এর শিশু শিল্পী মেঘরাজ বাপ্পা,গানের পাশাপাশি ভালবাসে অভিনয় করতে,মাত্র ৪বছর বয়সে জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার আয়োজনে মঞ্চনাটকে অভিনয় থেকে তার যাত্রাশুরু।ইতিমধ্যে প্রাই ৭/৮টি ছোট নাটিকায় সে অভিনয় করে,এর মধ্যে অবসর জীবন, বাবার ভালবাসা, মাস্টার,এক খন্ড যুদ্ধ, কস্টের ফেরিওয়ালা, ইচ্ছা শক্তি নাটক উল্লেখযোগ্য প্রসংশা এবং কিছু অর্থ পায় সে টাকা/অর্থ দিয়ে গরীব ও অসহায়দের জন্য ইফতার এর আয়োজন করে এ ছোট্ট মনি মেঘরাজ বাপ্পা। করোনা ভাইরাস সংক্রমণের দেশ ও দেশের মানুষ যখন হিমসিম খাচ্ছে,যে যার ক্ষমতা মোতাবেক গরীব অসহায় মানুষের সাহায্য করতে এগিয়ে এসেছে, ঠিক তখনি শিশু অভিনেতা মেঘরাজ বাপ্পা তার অভিনিত নাটকের উপার্জনের টাকা দিয়ে কিছু করতে চাই, মানুষের পাশে থাককে চাই আর তাই আজ ১৮/৫/২০২০ তারিখ সোমবার বিকাল ৫টায় প্রাই ২০০ জনের ইফতারের আয়োজন করে। তার থেকে ১০০ টি প্যাকেট বিতরণের জন্য জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাতা বই বন্ধু আমিনুল হক রিন্টুর হাতে তুলে দেয় শিশু শিল্পী মেঘরাজ বাপ্পা।তার ছোট্ট কমল হৃদয় ও আজ করোনা ভাইরাস(কোভিড-১৯)আক্রান্ত ও অসহায় মানুষের জন্য কাঁদে। মেঘরাজ বাপ্পা চাই মুক্ত আকাশ ও করোনা ভাইরাস মুক্ত পৃথিবী। এই ১০০ টি ইফতারির প্যাকেট জননী গ্রন্থাগার থেকে পথচারী, অটো রিক্সা ও উল্কা চালক,প্রতিবন্ধীদের হাতে তুলে দেয় বই বন্ধু আমিনুল হক রিন্টু। এ ছাড়াও ইফতারি বিতরণের সময় উপস্থিত ছিলেন জননী গ্রন্থাগার এর সহ-সভাপতি মোসা: রিজিয়া খাতুন, লাইব্রেয়ান মোসা: জান্নাতুল ফেরদৌস সোহানা,সূবর্ণলতা সংগীত বিদ্যালয়ের সভাপতি মো:হানিফ খন্দকার,অংকুর মহিলা সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোসা:তারিনা সুলতানা, প্রচার সম্পাদক ও সংগীত শিল্পী বিথীরাজ ও ছাত্র তাহাসুন তাজ